ঈদ মানে খুশি , ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব
ঈদ মানে ভুলে যাওয়া জাত দুঃখ ভয়
ঈদ আর মাতই তোমার জীবনটা হোক দীপ্তিময়য়
--- ঈদ মোবারক ---
---------------------------------------------------
ইচ্ছে গুলো আকাশ চলো, ভাসলো মেঘের সারি,
খুশির ঝড়ে তেপান্তরে হৃদয় দিলো পাড়ি,
মনের মাঝে সাতের বাজে খুশিটা মন সাজে,
ঈদ আর দিন হোক রঙিন এই কামনাতে
|
>>> ঈদ মোবারক <<<
-----------------------------------------
তোর ইচ্ছে গুলো উরে বেড়াক পাখনা দুতি মেলে
দিঙ্গুলি তোর যাক না কেটে এমনি হাসা খেলা
অপূর্ণ না থাকা যেন তোর কোন সুখ
এই কামনাতে বন্ধু তোমাকে
|
>>> ঈদ মোবারক <<<
-----------------------------------------
কিছু কথা অব্যেক্ত
থেকে যায়,
কিছু অনুভূতি মনের
মাঝে থেকে যায়,
কছু স্রিতি গোপনে
কাঁদায়,
শুধু এই আক্তি দিন সব
ভুলে দেয়,
>>> ঈদ মোবারক <<<
ঈদ আর শুভেচ্ছা জানাই তোমাকে
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে
|
>>> ঈদ মোবারক <<<
তুমি হাঁসি খুশি থেকো
, যেমন হাঁসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক
তোমায় ভুলে,
মেলে দু হাত , উড়
আকাশে, হোয়ে যাও পাখি,
আজ আমাদের খুশির ঈদ
|
>>> ঈদ মোবারক <<<
এই বিধাতা করগো মোদের
একটু মেহেরবানী
মাফ করে দাও আমাদের
সকল নাফরমানী,
ঈদ আর দিন আজ সাকলে
মিলে করি আমরা ওয়াদা,
চলবো সকলে খোদারি
রাস্তায় সদা সর্বদা
|
>>> ঈদ মোবারক <<<
ঈদ নিএ আসুক আনন্দ
সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা
আর দুখ
হারিয়ে যাক হৃদয় আজ
হাঁসি আর বিনোদনে,
সাজিয়ে দেব তোমায়
বন্ধু ঈদের রঙে
>>> ঈদ মোবারক<<<
ও ভাই রমযানের ওই
রোজার শেষে এলো খুসির ঈদ
আমির, গরিব, ফকির,
মাস্তান গাও খুশির গিত।
সবাই মিলে করি
কলাকুলি, না হই আজ অপারগ,
আনবরত বলতে থাকি ঈদ
মুবারাক
|
>>> ঈদ মোবারক <<<
ঈদ নিয়ে আসে আনন্দ
ঈদ নিয়ে আসে সুখ
বার্তা
ঈদ নিয়ে আসে নিরসারথ
ভালোবাসা
ঈদ ভুলিয়ে দেয় সব
বেদনা
ঈদ মুবারক
মা আজ বহু দূরে
মা তোমায় খুব মণে পড়ে
ঈদ এর দিনে
সালাম দিতাম ঈদি নিতাম
নতুন জামা গায়ে দিতাম
সাব্লেই শুধু কান্না পায়
মন্তা দুখের সাগরে হারায়
|
তোমায় অনেক মনে পরছে
সকালের শিশিরের স্নিগ্ধতা,
রাতের আকাশের জুস্না,
হ্রিদয়ের গভীর ভালবাসা,
আর ঈদের খুশির বন্যা।।
সবই তোমায় দিলাম
|
ঈদমোবারক
নতুন পোশাক পড়ে নিও
বসি ক্রে ঈদ ই নিও
সেমাই খেও পেত ভরে
ঘুরো-ঘের মন ভরে
ঈদ মুবারক বল প্রান খুলে
ঈদ মোবারক
তুমি হাঁসি খুশি থেকো , যেমন হাঁসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
মেলে দু হাত , উড় আকাশে, হোয়ে যাও পাখি,
আজ আমাদের খুশির ঈদ
|
>>> ঈদ মোবারক <<<
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দন্দ ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয় ,
ঈদের মতই তোমার জীবন হোক দীপ্তিময় ।
ঈদ মোবারক
|
|
|
|
|
No comments:
Post a Comment