Saturday, July 26, 2014






ঈদ মুবারাক 


ইচ্ছে গুলো আকাশ ছুঁল , ভাসলো মেঘের সারি,
খুশির ঝড়ে তেপান্তরে হৃদয় দিলো পাড়ি
মনের মাঝে সেতার বাজে, খুশিতে মন সাজে

ঈদের দিন হোক রঙিন এই কামনাতে 


তানভীর আহমেদ 




প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক
প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃতের ব ন্ধনে
শুধু ঈদের দিনই নয় ,
এই বন্ধন জাগরূক হোক প্রতিটি দিন
আর তা সুরু হোক ঈদ দিয়েই

শুভেচ্ছান্তে

মোহাম্মদ তানভীর আহমেদ  ভূঁইয়া

-    পথে পথে আজ হাঁকিব , বন্ধু ঈদ মোবারক !আসসালাম !
-    ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল কালাম !
-    বিলিয়ে দেয়ার আজকে ঈদ !
-    আমার দানের অনুরাগে- রাঙা ঈদগা রে !
-    সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে
-    দেহ নয় , দিল হবে শহীদ

-    -      কাজী নজরুল ইসলাম

শুভেচ্ছান্তে

মোহাম্মদ তানভীর আহমেদ  ভূঁইয়া



No comments:

Post a Comment